Skip navigation

Monthly Archives: September 2013

মানচিত্রের স্বাধীনতায় কি হবে যদি আমি পরাধীন থাকি আপন ঘরেই !!

ফেলানীর লাশটা কাঁটাতারে ঝুলে গেলো… হলুদ মিডিয়ার ফাঁক-ফোকর গলে হলেও বেরিয়ে এলো খবরটা।
ইন্ডিয়ার চৌদ্দগোষ্টি উদ্ধার করতে শুর করলাম আমরা। সাইবার দুনিয়ায় ঝড় উঠলো, আবার যথারীতি পদার্থের নিয়মানুসারে অবস্থা গরম থেকে ঠান্ডার দিকে গতি পাল্টালো।
যে অমানুষ-টা ফেলানীকে হত্যা করলো, তাকে ইন্ডিয়ান আদালত বেকসুর খালাস দিলো।
আর যায় কই, আমরা আবার দেখাতে শুরু করলাম দেশপ্রেম আর স্বার্বভৌম-চেতনা’র চরম পরাকাষ্টা।
এটা ঠিক যে আমাদের আন্তরিকতায় কোন খাদ নেই, আমাদের আবেগে কোন কমতি নেই।
আমরা শুধু ঘোলা না হওয়া পর্যন্ত পানিটা খাইনা… এই যা, আমাদের স্বভাব।
এই আমিও তার ব্যতিক্রম নই।
এক ফেলানীকে নিয়ে আজ আমরা এতোটা সচেতন হয়ে উঠেছি হয়তোবা তার খবরটা মিডিয়ায় এসেছিলো বলেই। এভাবে কতো শতো ফেলানী, তার বাপ-ভাই, মা-বোন দিনের পর দিন শিকার হচ্ছে ভারতীয় আগ্রাসনের তার কতোটাই বা আমরা জানতে পারি ! পাখির মতো গুলি করে মানুষ মারা BSF’র জন্য এখনতো ডাল-ভাত ব্যাপার।
যে BDR’কে ওরা বাঘেরে মতো ভয় করতো সেই BDR-কে আমরা মেরুদন্ডহীন, ঢাল-তলোয়ার বিহীন নিধিরাম সর্দারের বাহিনীতে পরিণত করেছি। ওরা আমাদের মারবেনা, তো অঙ্গুল চুষবে ?
আপনি আমি ঠিক যে মুহুর্তে সাইবার স্পেসে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহুর্তেই হয়তো আপনার-আমার ভাবী আর বোন এক অন্য যুদ্ধে ব্যস্ত, তারা হয়তো ঠিক এখনই টিভির রিমোট নিয়ে টানাটানি-মারামারি করছে ইন্ডিয়ান সিরিয়াল দেখবে বলে।
যুদ্ধ আমাদের চালিয়ে যেতেই হবে, তবে তার শুরুটা করতে হবে ঘর থেকেই।
আমার ঘর বেদখল হয়ে গেলে, সাইবার স্পেস আর বর্ডার দিয়ে আমি কি করবো ? গুলে পানি খাবো ?
এই সব আবেগ আর আন্তরিকতা গুলে খাওয়ার মতো পানিও তখন পাওয়া যাবেনা, উজানের সব নদীতে ওরা বাঁধ দিয়ে রেখেছে অনেক আগেই।
ওরা আমাদের পানিতে মারছে, আন্তর্জাতিক অঙ্গনে চাকুরীতে মারছে, বর্ডারে গুলি করে মারছে, পোষাক রপ্তানিতে মারছে, মারছে রাজনীতিতে… আমাদের বুকের উপর দিয়ে ওরা চালিয়ে যাচ্ছে ১০০ চাক্কার ট্রাক !
সবচেয়ে বড় ‘মাইর’টা মারছে ওদের নোংরা সংস্কৃতির মাধ্যমে।আর, আমাদের মহিলারা গোগ্রাসে গিলছেন ওদের উচ্ছিষ্ট সব অখাদ্য-কুখাদ্য, শিখছেন কুটনামী সব কু-সংস্কার।
আমাদেরকে উপলব্দি করতে হবে, ওরা আমাদের ঘরে আক্রমন করেছে। মহামারীর মতো ছড়িয়ে দিচ্ছে মঙ্গল-প্রদীপ জ্বালানো, উল্কি আঁকা কিংবা মুর্তিপূজার মতো অসার আহম্মকী সব অপসংস্কৃতি।
ফেলানীর আত্মা তখনি শান্তি পাবে, যখন আমরা আসলে স্বাধীন হতে পারবো আমাদের মগজে-মননে আর চিন্তায়।
সীমানার সার্বভৌমত্বে আর মানচিত্রের স্বাধীনতায় কি হবে যদি আমি পরাধীন থাকি আপন ঘরেই !!