Skip navigation

কেউ যদি তার সমস্যার কথাগুলো আপনার সাথে শেয়ার করতে চায় বা আপনাকে শুনায়, তার মানে এই নয় সে আপনার সাহায্য চাইছে বা কোন অভিযোগ করছে।
তার মানে হচ্ছে, সে আসলে আপনাকে বিশ্বাস করছে… আপনার কাছে নিজেকে নির্দ্ধিধায় প্রকাশ করতে পারছে।
বিশেষ করে, একটি মেয়ে যখন আপনাকে তার কথাগুলো বলতে চায় সে আসলে আপনাকে অনেক সম্মান করে বলেই এমন করে।
মেয়েরা সাধারনতঃ বুকের কথা বুকেই পুষে রাখে। কিন্তু যখন মুখে ফুটায় তখন নিতান্ত অপারগ হয়ে তা করে থাকে।আর, যে মানুষটির কাছে মেয়েরা মুখ ফুটায় সে মানুষটি তাদের কাছে অনেক বেশী ভালোবাসা আর সম্মানের হয় বলেই তা করতে পারে।
আপনি যদি হোন এমন কারো কেউ, শ্রদ্ধাশীল হোন সে মানূষটির প্রতি।আপনার হয়তো সে কেউ না, কিন্তু আপনি হয়তো তার অনেক কিছু।
অন্যের গোপনীয় বা ব্যক্তিগত কিছু আপনার জানা থাকলে তার হেফাজত করুন।একজন মানুষকে আরেকজন মানুষের কাছে হেয় করার মাঝে কোন বড়ত্ব নেই, বরং এটা মানুষের সত্বারই অপমান।নিজেকে অন্যের অবস্থানে রেখে, যাচাই করতে শিখুন।আরেকজন মানুষের কাছে বিশ্বস্ত হতে পারাটা আসলে অনেক বড় এক পাওয়া।
১১।০১।১৩

Leave a comment